সচরাচর জিজ্ঞাসা

Ghotok Mama একটি ম্যাট্রিমনি ওয়েবসাইট। অর্থাৎ এখানে পাত্র-পাত্রী অথবা তাদের অভিভাবক বায়োডাটা তৈরী করতে পারবেন। একইসাথে যেসকল পাত্র-পাত্রী বায়োডাটা তৈরী করেছেন, তাদের বায়োডাটা দেখতে পারবেন। কোনো বায়োডাটা পছন্দ হলে তাদের অভিভাবকের যোগাযোগ নম্বর নিতে পারবেন। যদি যোগাযোগের আগে জেনে নিতে চান যে, অপরপক্ষ আপনার প্রতি আগ্রহী কিনা তাহলে প্রাথমিক প্রস্তাব পাঠাতে পারবেন। প্রস্তাবের উত্তর আসলে এরপর আপনি যোগাযোগের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। GhotokMama আপনাকে এই পর্যন্তই নিয়ে আসতে পারবে। এরপর তাদের সাথে যোগাযোগ করা, ছবি দেখা, সরেজমিনে খোঁজখবর নেওয়া সকল কিছুই আপনাদের দিক থেকে করতে হবে।

Ghotok Mama ওয়েবসাইটে প্রাক্টিসিং, জেনারেল/নন-প্রাক্টিসিং সহ সকলেই তাদের বায়োডাটা তৈরী করতে এবং জীবনসঙ্গী খুঁজে নিতে পারবে। আমরা 2 টি ক্যাটাগরি রেখেছি , জেনারেল এবং ধার্মিক। আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ অপশনটি বাছাই করতে পারবেন।

রেজিস্ট্রেশন এবং বায়োডাটা জমা দিতে কোনো টাকা লাগে না। একদম ফ্রি।

না। পাত্র/পাত্রী বায়োডাটা জমা দেওয়ার পর তাদের অভিভাবকের কাছে ফোন করে বায়োডাটায় দেওয়া তথ্য গুলো যাচাই করা হয়। সরেজমিনে খোজঁখবর নেওয়ার কাজটি আপনাদের নিজেদেরকেই করতে হবে। বায়োডাটা তৈরির সময় সকল তথ্য যেন সত্য প্রদান করে এজন্য পাত্র-পাত্রীর নিকট হতে  প্রতিশ্রুতি নেওয়া হয়। সেই সাথে মিথ্যা তথ্য প্রদান করলে আখিরাতের এবং দুনিয়াবী যেকোনো আইনি জটিলতার সকল দায়ভার তাদের উপর বর্তাবে মর্মেও প্রতিশ্রুতি নেওয়া হয়।

পরিচিতজনদের মাঝে যিনি অনলাইন বিষিয়ে অভিজ্ঞ এবং বাংলা টাইপ করতে পারেন, উনার সহযোগিতা নিতে পারেন। প্রশ্নগুলোর উত্তর আপনি মুখে বলে দিবেন, উনি লিখে বায়োডাটা জমা দিতে পারবেন। অথবা আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারে বা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।